আজ, বুধবার


১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্ট বেঙ্গলের কাছে ৪ গোল খেয়ে বিদায় বসুন্ধরার

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
ইস্ট বেঙ্গলের কাছে ৪ গোল খেয়ে বিদায় বসুন্ধরার
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস রিপোর্টার : ম্যাচের আগে অধিনায়ক তপু বর্মণ রীতিমতো যুদ্ধের ঘোষণাই দিয়ে রেখেছিলেন। তবে শেষমেশ সে যুদ্ধের ছিটেফোঁটার দেখাও মিলল না। ইস্ট বেঙ্গল শুরু থেকে দাপট দেখিয়ে ৪-০ গোলে হারাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে নেজমেহ এফসির কাছে ১-০ গোলের হারে এমনিতেই খাদের কিনারে চলে গিয়েছিল কোচ ভালেরি তিতের শিষ্যরা। ইস্ট বেঙ্গলের কাছে চার গোল খেয়ে এই হার তাদের কফিনে শেষ পেরেকটা ঠুকেই দিল অনেকটা। কোচ অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের ডাগ আউটে ছিলেন ৬ বছর। দলটার নাড়িনক্ষত্র তাই ভালোভাবেই জানা। সেসবই আজ দারুণভাবে কাজে লাগালেন তিনি। তার নতুন দল ইস্ট বেঙ্গল রীতিমতো ছিঁড়েখুঁড়ে ফেলল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

চাংলিমিথাং স্টেডিয়ামে আজ প্রথম মিনিটেই এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। বাঁ দিক থেকে লাল চুংনুঙ্গার ক্রস থেকে গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস। একটু পর আবারও একই রকম সুযোগ থেকে গোল প্রায় পেয়েই বসেছিল ভারতের দলটা, কিন্তু দিমিত্রিওসের শট চলে যায় বারের ওপর দিয়ে। ২০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় ইস্ট বেঙ্গল। সাউল ক্রেস্পোর ক্রস থেকে সৌভিক চক্রবর্তী ব্যবধান দ্বিগুণ করেন দলের। ২৬ মিনিটে আবারও গোল ইস্ট বেঙ্গলের। এবার গোলদাতা ছিলেন নন্দকুমার শেখর, মাদিহ তালালের পাস বসুন্ধরা রক্ষণ ছত্রখান করে পৌঁছায় তার কাছে, ফাঁকায় থেকে গোলটা করেন তিনি। ৩৩ মিনিটে বসুন্ধরার রাতটা আরও দুর্বিসহ করে তোলেন আনওয়ার আলি। বসুন্ধরার বাজে ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে গোলটা করেন তিনি। বসুন্ধরা তখনই ম্যাচটা শেষ হয়ে গেলে রক্ষা পায় যেন! সে ব্যবধান নিয়ে দুই দল যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধে বসুন্ধরার সাবেক কোচ অস্কার ব্রুজনের দল ইস্ট বেঙ্গল রক্ষণে মনোযোগ দেয়। বসুন্ধরাও বলের দখল পায় অনেকটা। কিছুটা সুফলও আসছিল, ফার্নান্দেজ আর মিগেল দামাসেনো একাধিক সুযোগ পেয়েছিলেন, তবে তা গোলে রূপ পায়নি। ৮২ মিনিটে ফার্নান্দেজেরই একটা শট বারপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলের ব্যবধান আর কমানো হয়নি।

এই হারের ফলে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। দুই ম্যাচ শেষে পয়েন্ট তাদের ০। ওদিকে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পারো এফসিরও বিদায়ঘণ্টা বেজে গেছে, দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১। ফলে বসুন্ধরা-পারোর শেষ ম্যাচটা নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com