আজ, শনিবার


১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন ‘গোল মেশিন’ হালান্ড

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন ‘গোল মেশিন’ হালান্ড
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক : আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ১০০তম গোলের দেখা পেয়ে গেছেন। এই গোলগুলো করতে তাকে খেলতে হয়েছে মোটে ১০৫ ম্যাচ। ১৯তম খেলোয়াড় হিসেবে সিটির হয়ে এই গোলের দেখা পেলেন তিনি। এত কম ম্যাচে তিন অঙ্কের গোলের রেকর্ড এর আগে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোল করতে তিনি সময় নিয়েছিলেন ১০৫ ম্যাচ। তার রেকর্ডটা গত রাতে ছুঁয়েছেন হালান্ড। এই প্রজন্মের সবচেয়ে সফল গোলস্কোরার ইতোমধ্যেই দুটো মৌসুম কাটিয়ে ফেলেছেন প্রিমিয়ার লিগে। দুই মৌসুমেই তিনি জিতেছেন গোল্ডেন বুট। প্রথম মৌসুমে সিটির হয়ে ৫২ গোল করেছিলেন তিনি। এক মৌসুমে প্রিমিয়ার লিগের দলের হয়ে এর চেয়ে বেশি গোল ছিল না আর কারও, সিটির তো নয়ই; হালান্ডই গড়ে বসেন এই রেকর্ড। সে মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ আর চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেন হালান্ড। সে মৌসুমেই প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে সিটি।

গেল মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেন। এটাও সিটির ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। চলতি মৌসুমেও তিনি আছেন দারুণ ফর্মে। ১০ গোল করে ফেলেছেন ইতোমধ্যেই। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৩টি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল ১৮টি। এফএ কাপে তিনি করেছেন ৮ গোল, কারাবাও কাপে আছে তার ১ গোল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com