নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের ৫ নং মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আবু সাঈদসহ সব শহীদের পরিবারে পাশে থাকার আশ্বাস দেন তারা।
বক্তব্যে তারা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশে গুম, খুন ও হত্যার বিচারসহ সব খুনিদের সাজা দিতে হবে বাংলার মাটিতে। কেউ যাতে বিচারের মুখ থেকে পালিয়ে যেতে না পারে। যেকোনো অন্যায় অবিচার রুখে দিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিনে গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে রংপুর নগরীর মডার্ন মোড়ে পুলিশের গুলিতে নিহত মানিক মিয়া ও গত ১৯ জুলাই নগরীর গনেশপুরের বাসিন্দা ব্যবসায়ী নিহত মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান তারা।
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta