আজ, Monday


১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পবিত্র কাবা দেখার পর নবী কারিম সা. যে দোয়া পড়তেন

বুধবার, ১৪ মে ২০২৫
পবিত্র কাবা দেখার পর নবী কারিম সা. যে দোয়া পড়তেন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

পবিত্র কাবাঘর দেখার সৌভাগ্য অর্জন করা মুমিনের জীবনের স্মরণীয় মুহূর্ত। এ সময়ে মহান আল্লাহর কাছে বিনীতভাকে দোয়া করা কর্তব্য।

মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন কাবা শরিফ। যাকে বায়তুল্লাহ বলে ডাকা হয়। এ ঘরের দিদার লাভে মুসলমান মাত্রই থাকে আত্মহারা পাগলপারা। কাবা শরিফ দেখেই একজন মুমিনের হৃদয়ে লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়। এ স্বপ্নের বাস্তবায়নে মুমিন বান্দা লাভ করে পরিপূর্ণ প্রশান্তি।

আল্লাহতায়ালার ঘর দেখে মুসলিম উম্মাহর প্রথম সম্ভাষণ কি হবে। সে ব্যাপারে অনেক তথ্য পাওয়া যায়। কাবা শরিফের আশেক আল্লাহর মেহমান মুমিন মুসলমানের জন্য কিছু দোয়া ও কল্যাণময় বাক্য ও বক্তব্য তুলে ধরা হলো।

হেদায়া গ্রন্থের প্রণেতা শায়খুল ইসলাম বুরহান উদ্দিন আবুল হাসান আলি ইবনে আবু বকর আল-ফারগানি আল-মারগিনানি (রহ.) বলেন, ‘যখন আল্লাহর ঘর বায়তুল্লাহ দৃষ্টিসীমায় আসবে; তখন উচ্চারণ করবে-

اَللهُ اَكْبَر এবং لَا اِلَهَ اِلَّا الله

উচ্চারণ: ‘আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ’

আর হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘর দেখতে পেতেন তখন তিনি এই ঘরের সম্মান-মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতেন।

হাদিস শরিফে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) মসজিদে হারাম দেখে দুই হাত আকাশের দিকে তুলে এই দোয়া পড়তেন-

اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتَمَرَهُ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا

উচ্চারণ: আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তাজিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান; ওয়াযিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়িতামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররা।

অর্থ: হে আল্লাহ! তুমি এ ঘরের মান-মর্যাদা ও সম্মান-মহিমা বৃদ্ধি করে দাও। যারা হজ করে, উমরা করে এবং এই ঘরকে তাজিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও সওয়াব বাড়িয়ে দাও।

হাদিসে আছে, হজরত হুজাইফা বিন উসাইদ আল-গিফারি (রা.) থেকে বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন পবিত্র কাবাঘর দেখতে পেতেন তখন তিনি এই দেয়া করতেন। -তাবারানি: ৬১৩২

পবিত্র কাবা শরিফ প্রথম দেখায় এ দোয়া পড়া সুন্নত। মুমিন বান্দা কর্তৃক আল্লাহর ঘরের মর্যাদা ও সম্মান বৃদ্ধি দোয়া মূল বিষয় নয়; বরং আল্লাহতায়ালার নিকট থেকে বান্দার নতুন কিছু লাভ করার বাহানামাত্র এ দোয়া।

এছাড়া আরও বিভিন্ন দোয়ার কথা বলা হয়েছে। যেমন হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) যখন কাবাঘর দেখতেন তখন এই দোয়া পড়তেন-

উচ্চারণ: আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়ামিনকাস সালামু ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।

অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তি (পবিত্র), আপনারই পক্ষ থেকে শান্তি। অতএব হে আমাদের প্রতিপালক, আমাদের শান্তির সঙ্গে জীবিত রাখুন। -সুনানে বায়হাকি: ৫/৭৩

আরেক বর্ণনায় আছে হজরত ওমর (রা.) আল্লাহর ঘর দেখা মাত্রই বলতেন-

بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر

উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com