ধর্ম ডেস্ক: বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছর ইজতেমার দ্বিতীয় পর্ব। (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া দ্বিতীয় পর্বেও তুরাগ তীরে হাজির হয়েছেন লাখো মুসল্লি। এদিন ফজর নামাজ শেষে আম বয়ান করেন দিল্লি তাবলীগ মারকাজের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভির ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। মাওলানা ইলিয়াসের উর্দুতে দেয়া বয়ানের বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকালে শীত উপেক্ষা করে মানুষ ইজতেমায় অংশ নিয়েছেন৷
১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে আশপাশের বিভিন্ন স্থানেও অবস্থান করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। আত্মশুদ্ধি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর পরকালীন মুক্তি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে এসেছেন ইজতেমা ময়দানে। সকালের বয়ান শেষে খাবারের বিরতির পর দিনব্যাপী থেমে থেমে চলবে নসিহত পূর্ণ বক্তব্য।
এছাড়া লাখ লাখ মানুষের কাতারবন্দি হয়ে আজ আদায় করবেন পবিত্র জুমার নামাজ। জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ নদের তীরে। জুমার নামাজে ইমামতি করবেন দিল্লী তাবলীগ মারকাজের অন্যতম মুরুব্বি মাওলানা ইলিয়াস বিন সাদ। নামাজে নিজ পরিবার এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করবেন ধর্মপ্রাণরা৷
Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta