আজ, বৃহস্পতিবার


১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নবী কারিম (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
নবী কারিম (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ
সংবাদটি শেয়ার করুন....

ধর্ম ডেস্ক:

আল্লাহতায়ালা পথহারা মানবকুলকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিতায় প্রেরণ করেন সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসে আল্লাহর দীক্ষা আর কোরআনি শিক্ষার আলোয় আলোকিত করেছেন গোটা বিশ্বকে।

মুসলমানদের মধ্যে, বিশেষত ভারতীয় উপমহাদেশে অবস্থানরত মুসলমানদের মধ্যে মহানবী (সা.)-এর জন্মের দিনটির ভাবগাম্ভীর্য অনেক বেশি। তবে রাসুল (সা.) ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকলেও প্রসিদ্ধ হলো, মহানবী (সা.) ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। মহানবী (সা.)-এর জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির একজন। তিনি বলেন, মহানবী (সা.) হস্তিবাহিনীর ঘটনার বছর ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। -সিরাতে ইবনে হিশাম : ১/১৫৮

প্রসিদ্ধ সিরাতবিষয়ক গ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’-এ এসেছে, ‘সায়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে ৯ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটে। -আর রাহিকুল মাখতুম : ১/৪৫

তাফসিরে মাআরিফুল কোরআনে রাসুল (সা.)-এর জন্মদিন বলা হয়েছে রবিউল আওয়াল মাসের ৯ তারিখ সোমবার। এ ছাড়া প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে ১২ তারিখ। ‘তারিখে ইবনে আসির’ গ্রন্থে এই তারিখই গ্রহণ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌর হিসাবে তার জন্ম তারিখ ২০ সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীর পাশের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে। কারও কারও মতে, সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে। -ইবনে হিশাম : সিরাতুন নবী (সা.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা ১৫৭

এ ছাড়া জন্ম তারিখ নিয়ে আরও অনেক মতানৈক্য পাওয়া যায়, যেমন- ইবনে খালদুনের মতে, ১২ রবিউল আওয়াল। -সিরাতে সাইয়্যিদুল আম্বিয়া : ১১৭

অনেকের মতে, ৯ রবিউল আউয়াল সোমবার রাসুলুল্লাহ (সা.)-এর জন্মদিন। -কাসাসুল কোরআন : ৪/২৫৩

ইবনে কাসিরের মতে, ১৮ রবিউল আউয়াল। -আলবিদা ওয়ান নিহায়া : ২/ ২৪২

আবু মাশার নাজিহের মতে, ২ রবিউল আউয়াল। -তাবাকাতে ইবনু সাদ : ১/ ৮০

সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, রাসুল (সা.) রবিউল আওয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেন, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আর সেটি ছিল ৮ থেকে ১২ তারিখের মধ্যে। এই সোমবার ৮ অথবা ৯ কিংবা ১২- এটুকুতেই হিসাবের পার্থক্য আছে মাত্র। -ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

তা ছাড়া রাসুল (সা.) ১১ হিজরির রবিউল আওয়াল মাসের ১২ তারিখেই ইন্তেকাল করেছেন মর্মে অসংখ্য উদ্ধৃতি আছে। -ফাতহুল বারি : ৮/১৩০

রাসুল (সা.)-এর জন্ম ও জীবনবৃত্তান্ত মানুষের জন্য প্রয়োজন। রাসুল (সা.) হলেন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। -সুরা আহজাব : ২১

তাই নবিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী কারিম (সা.)-এর আদর্শে জীবন পরিচালনা করার মধ্যেই আছে দুনিয়া ও আখেরাতের সফলতা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com