আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে ছাড়াই আজ রাতে দেশে ফিরবে টাইগাররা

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে ছাড়াই আজ রাতে দেশে ফিরবে টাইগাররা
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দুই গ্রুপে ভাগ হয়ে আজ রাতে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় আরও জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম গ্রুপটি রাত সাড়ে ১১টায় এবং কাতার হয়ে দ্বিতীয় গ্রুপটি মধ্যরাত ২টায় ঢাকায় পৌঁছাবে। দলের সাথে দেশে আসছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাজ্যের উদ্দেশে দল ছেড়েছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ সেপ্টেম্বর থেকে সারের হয়ে চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। ইতোমধ্যেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব। যা ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর থেকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে সাকিবকে ছাড়াই অনুশীলন ক্যাম্প শুরু করবেন দলের অন্যান্য সদস্যরা। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। যুক্তরাজ্য থেকে সরাসরি ভারতে দলের সাথে যোগ দিবেন সাকিব। এমনটা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে অল্প কয়েক দিনের জন্য ছুটিতে থাকায় বাংলাদেশকে ফিরবেন না পেস বোলিং কোচ আন্দ্রে এডামস এবং স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কিলি। ১২ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com