এম নয়ন, ভোলা দক্ষিণ প্রতিনিধি :
ভোলা তজুমদ্দিনে মৎস অফিস অভিযান চালিয়ে ২৮ টি অবৈধ পাঙ্গাসের চাই ও প্রায় ৮৫০ কেজির পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। বৃহস্পতিবার ৬মে রাত ৩.০০ টা হতে দুপুর ২.০০ পর্যন্ত তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব পরামর্শ ও দিকনির্দেশনা মোতাবেক ভোলা জেলার মেঘনা নদীর মনপুরার উপজেলার বইস্যার চর ও লালমোহন উপজেলার ৮নং চরের দক্ষিণাংশে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২৮ টি অবৈধ পাঙ্গাসের চাই ও প্রায় ৮৫০ কেজির পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। পরে অভিযানে ২৮ টি অবৈধ পাঙ্গাসের চাই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং প্রায় ৮৫০ কেজির পাঙ্গাশের পোনা নদীতে ছেড়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, মেরিন ফিশারিজ অফিসার মো: আল-আমিন, অফিস সহায়ক ও ইনুমারেটরগন। তজুমুদ্দিন মৎস্য অফিস জানান, পাঙ্গাসের পোনা রক্ষায় এ অভিযান চলমান থাকবে এবং এভাবে পাঙ্গাসের পোনা রক্ষা করা সম্ভব হলে ভবিষ্যতে পাঙ্গাশ উৎপাদন ইলিশকে ছাড়িয়ে যাবে বলে আসা করেন ।