অপু হাসান, ভোলাপ্রতিনিধি :
ভোলা জেলার মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা সম্প্রীতির দ্বি-বার্ষিক সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা পরিষ অডিটোরিয়াম হলে এই সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের সভাপতি এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার। প্রধান বক্তা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , এডভোকেট রেবেকা হিংস,। মান্যবর অতিথি, বাংলাদেশ ক্যাথলিন মন্ডলী ধর্মপাল বরিশাল , বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গীতা বিশ্বাস সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি। সহ জেলার বিভিন্ন উপজেলা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়, ভোলার নতুন কমিটির সভাপতি মিসেস ফারজানা চৌধুরী রত্না এবং সম্পাদক নন্দা সহা সহ ৬৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।