নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান।
নিহত জসিম হাওলাদার (২০) বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিদর্শক লোকমান বলেন, নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহের একটি বাস অপর একটি গাড়িকে পাশ কাটানোর সময় পথচারী জসিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta