এম নয়ন, ভোলা দক্ষিণ প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের কোড়ালমারা গ্রামে প্রবাসী পরিবারের কাছে দাবী করা টাকা না পেয়ে ছুরিকাঘাতে ৪জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও আহতদের পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায়
শম্ভুপুরের ৯নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের হাসানের দোকানের সামনে পূর্বপরিকল্পিত ভাবে কালু মাঝীর ছেলে মোঃ শাকিল ও ফিরোজ একই এলাকার প্রবাসী মাইনুদ্দিনের ছেলে এমরানের উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করতে থাকে। উদ্ধার করতে এসে আরো কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়। পরে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর হাওলাদার গুরুতর আহত এমরান(২৩),মোঃ সুমন(২৪), সামীম(১৮) ও আমেনা(৪৫)কে উদ্ধার করে রাত ৯টার দিকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের শরীরে ধারালো কিছু দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাদের শরীরে অনেক গুলো সেলাই দিতে হয়েছে।
আহত এমরানের মা কুলসুম জানান, আমার স্বামী মাইনুদ্দিনসহ পরিবারের চারজন ওমানে কর্মরত রয়েছে। একই গ্রামের কালু মাঝীর ছেলে মোঃ সাকিল বিভিন্ন সময় আমাদের কাছে টাকা চাইতো। দুই তিন মাস আগে আমার ছেলেকে রাতে নির্জন বিলে নিয়ে আটকে রাখে। তখন দুই লাখ টাকা চেয়েছিল। টাকা দিবো স্বীকার করে ছেলেকে ছাড়িয়ে আনি। এসব ঘটনা মঞ্জুর মেম্বারকে জানিয়েছি। বর্তমানে ওই টাকার জন্যই সামান্য অজুহাতে আমার ছেলের সাথে ঝামেলা করেছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta