নিজস্ব প্রতিনিধি: ঈদ-উল ফিতরের আগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এক হাজার ৭৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। (০৪ এপ্রিল) সকালে পণ্য বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান সরদার, হাবিবুর রহমান, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ।
এ সময় চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগের ফলে আমার মাহিলাড়া ইউনিয়নের এক হাজার ৭৬টি অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির পণ্য বিতরণ করতে পেরেছি। বর্তমান সরকার দেশের সকল শ্রেণীর মানুষের কষ্ট দুর্ভোগ লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছেন, আমাদের এ কার্যক্রম ও অব্যাহত থাকবে। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে কম টাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পেয়ে খুশি ভ্যান চালক আব্দুর রশিদ তিনি বার্তা২৪.কম-কে জানান, একটা সময় ভ্যান চালিয়ে সারা দিনে ২শ’ থেকে ৩শ’ টাকা আয় করতাম, সেই টাকা দিয়ে ৪ সন্তান ও মা-বাবা নিয়ে খুব কষ্ট হতো। তবে বর্তমানে আমাদের চেয়ারম্যানের মাধ্যমে একটি কার্ড করায় কয়েক মাস পরে আমরা স্বল্প টাকায় অধিক টিসিবি পণ্য পাই। বর্তমান সরকার গরিবের কথা চিন্তা করেন বলেই আমরা এখন ভালো আছি, আমরা আশা করি এই সরকার আগামী দিনেও অব্যাহত থাকুক।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta