নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এই টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের সব টিকিট এবার অনলাইনেই বিক্রি করা হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
অগ্রিম টিকিটের মতো ওয়েবসাইটে চাপ কমাতে পূর্ব ও পশ্চিমের ফিরতি টিকিট দুই সময়ে বিক্রি হবে। সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে আজ ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদুল ফিতর উপলক্ষে এর আগে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta