নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” (বিকপ) এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর ‘জহুর হোসেন চৌধুরী হল’ এ আয়োজিত দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র অনুযায়ী ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ হওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ জুলাই) বিকেলে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন, “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর সম্মানিত মহাসচিব, মোঃ রেজাউল হক।
বক্তব্যের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকল আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন টেক্সষ্ট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক সুনামের সহিত কাজ করে যাচ্ছে, যা অন্য কোন উপায়ে সম্ভব নয়। এখানে প্রায় ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা এবং দেড় লক্ষাধিক চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন।
তাছাড়া প্রায় এক কোটি ছাত্র-ছাত্রীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে জাতীয় পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে।
সংবাদ সম্মেলনে ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত পরিপত্র বাতিল করে আগামী ২৯ জুলাই ২০২৫ এর মধ্যে বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি দাবী করা হয়। অন্যথায়, আগামী ৩০ জুলাই রাজধানীসহ সারা দেশব্যাপী মানববন্ধন পালন করা হবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত সরকার দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দেয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ইতোপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এর অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় এর নিকট জমা দেয়া হয়েছে।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta