আজ, Wednesday


৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নারী উদ্যোক্তাদের সম্মাননা ও প্রশিক্ষণে আইপিডিসির উদ্যোগ

সোমবার, ১৪ জুলাই ২০২৫
নারী উদ্যোক্তাদের সম্মাননা ও প্রশিক্ষণে আইপিডিসির উদ্যোগ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তাদের স্বীকৃতি ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে ‘নারী উদ্যোক্তা প্রণোদনা কর্মসূচি ২০২৫’ আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার ব্যতিক্রমী নারী উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারী উদ্যোক্তারা এসেছেন ঢাকা, যশোর, বগুড়া, বরিশাল, সিলেট, ফরিদপুর, রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে। তাদেরকে বাছাই করা হয়েছে ব্যবসায়িক ধারাবাহিকতা, আর্থিক শৃঙ্খলা, উদ্যোক্তাগত দক্ষতা ও স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাবের ভিত্তিতে। সম্মাননার পাশাপাশি প্রত্যেককে ব্যবসার প্রসারে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আইপিডিসি জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য শুধু আর্থিক প্রণোদনা নয়। বরং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিও। এই উদ্দেশ্যে ‘ফ্রম ক্যাশ টু ক্যাশলেস: ডিজিটাল মানি ম্যানেজমেন্ট’ শিরোনামে একটি প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়। এতে ডিজিটাল লেনদেন পদ্ধতি, টেকসই ব্যবসার কৌশল ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বাস্তবমুখী দিকনির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণে অংশ নেন সম্মাননাপ্রাপ্তদের পাশাপাশি আরো অনেক নারী উদ্যোক্তা। এম এস ঐশী স্টোরের মালিক লুৎফর নাহার বলেন, এই সম্মাননা আমাদের সংগ্রামের স্বীকৃতি। এটি নারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করেছে। আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আমরা শুধু সাফল্য নয়, সম্ভাবনাকেও স্বীকৃতি দিতে চাই। এই উদ্যোগ নারী নেতৃত্বকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। আইপিডিসি জানায়, তারা দেশব্যাপী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই, অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com