আজ, Monday


২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ মাস পর কাল ক্লাস শুরু কুয়েটে

সোমবার, ২৮ জুলাই ২০২৫
৫ মাস পর কাল ক্লাস শুরু কুয়েটে
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছেন। পাশাপাশি ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এবং মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই)। আজ সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেন। দুপুরে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরু করার নির্দেশ দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছেন। পাশাপাশি ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে এবং মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা যোগ দেবে।এর আগে গত দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে স্বস্তি মিলেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com