নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের উলুবুনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল আরও ২ মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। (৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের উলুবুনিয়া সীমান্ত দিয়ে আরও ২ মিয়ানমার সীমান্তরক্ষী বাংলাদেশে অনুপ্রবেশ করে।
তবে এবিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করে ৬৪ বিজিপি সদস্য। এর আগের দিন উখিয়ার রহমতেরবিল সীমান্ত দিয়ে প্রবেশ করে ১৩৭ জন বিজিপি সদস্য। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত সব মিলিয়ে ৩২৭ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আজকের ২ জন যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৩২৯ এ।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta