আজ, শনিবার


১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের সচেতন হতে হবে- প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের সচেতন হতে হবে- প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেছেন, ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের সচেতন হতে হবে। নদীতে ইলিশ সম্পদ বৃদ্ধি পেলে জেলেদেরই লাভ হবে এবং দেশ সমৃদ্ধ হবে। তিনি আজ শুক্রবার বিকেল ৪টায় মুলাদী উপজেলা মৎস্য কার্যালয় চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। এসব বাছুর গাভীতে পরিণত করে জেলেদের ধীরে ধীরে খামার গড়ে তুলতে হবে। তাহলেই প্রকল্পের সুফল আসবে এবং মা ইলিশ রক্ষা হবে।

বাছুর বিতরণের সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য কার্যালয়ের সহকারী মো. জাহাঙ্গীর হোসেনসহ হিজলা ও মুলাদী উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মুলাদী উপজেলায় ৬৪জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com