আজ, রবিবার


৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে উপজেলা পরিষদের প্রথম সভা করলেন নবনির্বাচিত চেয়ারম্যান জহির উদ্দিন খসরু

সোমবার, ২৪ জুন ২০২৪
মুলাদীতে উপজেলা পরিষদের প্রথম সভা করলেন নবনির্বাচিত চেয়ারম্যান জহির উদ্দিন খসরু
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু। সোমবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু।

সভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী পৌর মেয়র মো. শফিক উজ্জামান রুবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. অহিদুজ্জামান তালুকদার আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার শোভা, সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম খান, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, মুলাদী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, সদস্য সচিব আরিফ হোসেন সরদার, উপজেলা যুবলীগের সভাপতি রফিক উজ্জামান রাসেল, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উপজেলা পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মুলাদী উপজেলার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com