স্টাফ রিপোর্টার: অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে এখন পর্যন্ত সব কেন্দ্রের চূড়ান্ত তথ্য আসেনি। পর্যায়ক্রমে তথ্য আসছে। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে এখন পর্যন্ত সব কেন্দ্রের চূড়ান্ত তথ্য আসেনি। পর্যায়ক্রমে তথ্য আসছে। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ সময় কয়েকটি কেন্দ্রের ভোটের তথ্য তুলে ধরে তিনি জানান, এরই মধ্যে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে। অন্য অনুষদ ভবনে হওয়া চূড়ান্ত তথ্য পাইনি।
Posted ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta