আজ, Sunday


৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার

রবিবার, ৩১ আগস্ট ২০২৫
অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বক্স অফিসে তার শেষ কয়েকটি ছবি তেমন সাফল্য না পেলেও কঙ্গনা রানাওয়াতের অভিনয় প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্স মনু’— এই ছবিগুলোর জন্য বারবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এবার ফের অভিনয়ে পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন কঙ্গনা। সূত্রের খবর, নিজেরই জনপ্রিয় ছবিগুলোর সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

আগামী নভেম্বর থেকেই শুরু হতে চলেছে ‘কুইন টু’-এর শুটিং। ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত; ভারত ও লন্ডনে হবে শুটিং। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্স মনু রিটান্র্স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন কঙ্গনা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি। তার কথায়, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এছাড়াও রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩০ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com