আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যা ঘটছে তা দেখে অসুস্থ বোধ করছি: মোশাররফ করিম

শনিবার, ০৩ আগস্ট ২০২৪
যা ঘটছে তা দেখে অসুস্থ বোধ করছি: মোশাররফ করিম
সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের রূপ ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনকে এখন একটা অংশ দেখছে দেশের আমূল পরিবর্তনের মাধ্যম হিসেবে। আবার কেউ কেউ সন্দিহান আদতে কি হতে যাচ্ছে তা নিয়ে। এতোদিন শোবিজ তারকারা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করলেও আজ দলবদ্ধভাবে ছাত্রদের প্রতি সংহতি জানাতে রাজপথে নামেন অনেকেই। বৃষ্টিতে ভিজে তারা ফার্মগেটের রাস্তায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্যক্ত করেন নিজেদের মতামতও।

মোশাররফ করিম বলেন, ‘যা ঘটছে সেসব চিত্র মুঠোফোনে দেখতে দেখতে আমি আসলে অসুস্থ বোধ করছি মানসিকভাবে। আমি শান্তি চাই। গতকাল ছাত্রদের পক্ষে রাস্তায় নামেন মোশাররফ করিমসহ অনেক তারকা
ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলতে বললে এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘আমি তাদের উদ্দেশ্যে কি বলতে পারি? আমি তো বলার কেউ না। যারা কোটা আন্দোলনের পক্ষে মন্তব্য করছেন তাদের একটা মহল রাজাকার বলে নিন্দা করছেন। সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে মোশাররফ করিম বলেন, ‘আমিও তো অনেককে অনেক কিছু বলতে পারি। কিন্তু তার পেছনে তো প্রমাণ থাকতে হবে। প্রমাণ না থাকলে আমরা কাউকে কিছু বলতে পারি না, যদি কেউ বলে সেটা অন্যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com