আজ, মঙ্গলবার


১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আদিত্য-অনন্যার সম্পর্কের নতুন গুঞ্জন

শনিবার, ১১ মে ২০২৪
আদিত্য-অনন্যার সম্পর্কের নতুন গুঞ্জন
সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: বেশ অনেকদিন ধরেই আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডের ব্রেকআপের গুঞ্জন চারদিকে ছড়িয়ে ছিল। আগে প্রায়ই বিভিন্ন জায়গায় এই কপোত কপোতিকে একসঙ্গে ঘুরতে দেখা যেত। তবে অনেকদিন ধরেই বাইরে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাচ্ছিল না৷ তাতেই বিচ্ছেদের গুঞ্জন চাঙ্গা হয়৷ এরই মধ্যে কথিত প্রাক্তন প্রেমিকা অনন্যার বান্ধবীর সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে আদিত্যর। অনন্যা-আদিত্যর সম্পর্কের আলোড়ন তোলা সারা আলীর সাথেই নাকি প্রেম করছিলেন তিনি৷

বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় যখন অনন্যা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছিলেন৷ সেখানে লিখেছিলেন,‘যদি কোনোকিছু সত্যিই আপনার জন্য তৈরি হয়ে থাকে, তবে এটি আপনার কাছেই ফিরে আসবে। যদি তা একান্তই ছেড়ে যায়, তবে আপনাকে জীবনের সেই বিশেষ শিক্ষাগুলো দিয়ে যাবে যা কেবল নিজে থেকে শেখা যায়৷ যদি এটি সত্যিই আপনার জন্য হয়, তবে আপনি বার বার দূরে ঠেলে দিকেও তা আপনার কাছেই ফিরে আসবে। আপনি অস্বীকার সত্ত্বেও, এমনকি যদি আপনি অনুমান করেন- এত সুন্দর কিছু সত্যিই আপনার হতে পারে না, তাও ফিরে আসবেই৷’ তাই এই পোস্ট দেখে ভক্তরা মনে করেছিলেন মান-অভিমানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা৷

তবে শুক্রবার (১০ মে) আদিত্যর সঙ্গে অনন্যার একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আদিত্য তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বিজ্ঞাপনটি শেয়ার করেন৷ বিজ্ঞাপনটি একটি চশমা কোম্পানির৷ এই বিজ্ঞাপনের শ্যুটিং এর পোস্টার মার্চের ২৯ তারিখ শেয়ার করেছিলেন আদিত্য৷ এপ্রিলের একসঙ্গে বিজ্ঞাপনে দেখা যায় তরুণ এই তারকা জুটিকে। এতে নেটিজেনদের একপক্ষ মনে করছেন বিচ্ছেদ হয়নি তাদের মধ্যে৷ বরং দু’জন একসঙ্গে বেশ সুখেই রয়েছেন এবং কাজে ব্যস্ত থাকছেন৷

বিশেষ সূত্রে জানা যায়, ব্রেকআপের পরে সারা আলী খানের সঙ্গে নতুন সম্পর্কেও জড়িয়েছেন আদিত্য রায় কাপুর। আসন্ন সিনেমা ‘মেট্রো…..ইন ডাইনো’ সিনেমায় একসঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদিত্য এবং সারা৷ সিনেমার পরিচালক অনুরাগ বসুর জন্মদিনেই একসঙ্গে দেখা যায় এই দু’জনকে। অনেক রাত অব্ধি একসঙ্গে পার্টি এবং নাচের মাধ্যমে মজা করতে দেখা যায় তাদের৷ সেখান থেকেই দুজনে প্রেমের গুঞ্জন ছড়ায় ভারতীয় শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলোতে৷ তবে নতুন এই বিজ্ঞাপন প্রকাশের পর সেই গুঞ্জন মিথ্যা বলেই মনে হয়৷ যদিও এসব নিয়ে আদিত্য, অনন্যা বা সারা- কেউই সরাসরি কোনো মন্তব্য করেন নি৷

আদিত্য রায় কাপুর পর্দায় বার বার তাকে রোমান্টিক হিরোর চরিত্রে দেখা যায়। তবে বাস্তবে তার ব্যক্তিগত জীবনে রোমান্সের নাজেহাল অবস্থা। আশিকি টু সিনেমার পর থেকেই নাকি বাস্তবেও জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে৷ সেই সম্পর্ক বেশিদিন না টিকলেও আদিত্যের জীবনে তার রেশ ছিল বহুদিন।

এরপর প্রেমে মজেন বলিউডের কমেডিয়ান চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে। তবে গুঞ্জন ছিল অনন্যার সঙ্গে সম্পর্কেরও নাকি টালমাটাল অবস্থা! আবার নাকি নতুন সম্পর্কের পথে হাঁটছেন তিনি৷ সরাসরি কোনো ব্যাপারে মুখ না খুললেও একাধিক গুঞ্জন ছিল আদিত্যর নামে৷

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com