আজ, Wednesday


২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘সন্ধিক্ষণ’ দিয়ে অভিষেক, ‘ক্ষতিপূরণ’ নিয়ে ফিরছেন মালাইকা

মঙ্গলবার, ১৩ মে ২০২৫
‘সন্ধিক্ষণ’ দিয়ে অভিষেক, ‘ক্ষতিপূরণ’ নিয়ে ফিরছেন মালাইকা
সংবাদটি শেয়ার করুন....

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার। 

মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর গেল বছরে তার অভিষেক ঘটে নাটকেও। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’, যেখানে তার জুটি হয়েছিলেন ফারহান আহমেদ জোভান।

নাটকটি সে সময় ভালোই সাড়া ফেলে। অনেকে ভেবেছিলো মালাইকা হয়তো নিয়মিত অভিনয় করবেন। কিন্তু তা আর হয়নি। বেশ বিরতি নিয়েই দ্বিতীয় প্রজক্টে যুক্ত হলেন এই তরুণ মুখ।

ইতিমধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে ফিকশনের শুটিং। এখানে তার সঙ্গে এবার জুটি হয়েছেন ইয়াশ রোহান। প্রথম কাজের মতো এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মালাইকা চৌধুরী বলেন, ‘এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম। অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শুটিং করেছি। ভালোই লেগেছে শুটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট।’

তিনি আরও বলেন, ‘এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া। তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন। আমি তো একদমই নতুন, এখনো শিখছি। একটা দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না। তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরো ভালো পারফর্ম করার। বাকিটা দর্শক দেখার পর বলতে পারবেন, কেমন করেছি আমি।’

পরিচালক জানান, কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এমন একটি বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই ইউটিউব ফিল্মটি।

রবিউল ইসলাম জীবনের কথায় ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ক্ষতিপূরণ’-এ আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় এটি সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com