ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনায় প্রাণ হারালেন হৃদরোগ বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট: মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ হাসপাতালের সাবেক পরিচালক ছিলেন।

শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। এ তথ্য নিশ্চিত করেছেন ডা. আবুল হোসেন খান চৌধুরীর ভাগ্নে ডা. ইশতিয়াক হোসেন।

ইশতিয়াক বলেন, গত দুই সপ্তাহ আগে উনার করোনা পজেটিভ আসে। পরে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ পরীক্ষায় আবার করোনা নেগেটিভ আসে এবং এর দুই দিন পরই তিনি মারা যান।

বাদ আসর বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-২৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মতে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।