বর্তমান সময়ের অন্যতম প্রশংসিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেধা, সৌন্দর্য আর জনপ্রিয়তা যেন তার সঙ্গে হাত ধরাধরি করেই হাটছে বহু বছর।ক্যরিয়ারে দারুণ সময় পার করছেন এই তারকা। গত বছর বড়পর্দায় অভিষেক হয়েছে ‘প্রিয় মালতি’র মতো প্রশংসিত সিনেমার মাধ্যমে।
প্রথম ছবিতে অভিনয় করেই সেরা চলচ্চিত্র অভিনেত্রী জনপ্রিয় ক্যাটাগরিতে গতকাল জিতেছেন দেশের অন্যতম বড় আয়োজনের পুরস্কার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’
পরিবারে সেই খুশির আমেজ থাকতে থাকতেই আজ এই দুই বোন হাজির হন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। সেখানে অনুষ্ঠিত ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড’ আসরেও দুই বোনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, ‘আজকের এই সম্পূর্ণা অ্যাওয়ার্ডটি অন্য অ্যাওয়ার্ডের তুলনায় একটু আলাদা। কারণ এখানে শুধুমাত্র বিভিন্ন অঙ্গনের সফল নারীদের পুরস্কৃত করা হয়। স্টেজে ডলি জহুরসহ যারা যারা উপস্থিত ছিলেন সবাই সমাজের চোখে এক একজন অনুপ্রেরণার উৎস। আমাকে ও আমার বোনকে সেই স্টেজে সম্মান জানানো হয়েছে, এজন্য আয়োজকদের (অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ ও তার স্বামী সাংবাদিক সুব্রত দে) প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এদিকে, গতকালই অনলাইনে প্রকাশ হয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর বিজ্ঞাপন। এই প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন দেশের অনেক নামকরা অভিনয়শিল্পী। জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, আফসান আরা বিন্দু, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়াসহ এই তালিকা অনেক দীর্ঘ।
মেহজাবীন চৌধুরীর যাত্রাও এই মঞ্চ থেকে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা একজন সাধারণ মেয়ের জীবন একেবারেই বদলে দিয়েছিলো। তিনি ২০০৯ সালে বিজয়ী হয়েই শোবিজ ইন্ডাস্ট্রিতে পা রাখেন। লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন তিনি। এরপর শুধুই উপরের সিঁড়িতে চড়েছেন মেহজাবীন।
সেই লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ফিরছে বেশ কয়েক বছরের বিরতি নিয়ে। প্রতিযোগিতাটি সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০২৮ সালে। তাই প্রতিযোগীতাটি নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের মধ্যে স্বপ্নবাজ তরুণীদের এই প্রতিযোগিতায় উৎসাহ দিতেই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হয়েছে। সেখানে দুই বাংলার নন্দিত তারকা জয়া আহসান ও সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সঙ্গে দেখা যাচ্ছে মেহজাবীন চৌধুরীকেও।
সম্পূর্ণা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে বার্তা২৪.কমের প্রতিনিধি মেহজাবীনের কাছে সেই প্রসঙ্গটিই তুললেন। উত্তরে তিনি দিলেন এক নতুন তথ্য। মেহজাবীন বলেন, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিলো। তাই আজীবন এই আয়োজন আমার কাছে স্পেশ্যাল হয়ে থাকবে। একটা সময় আমি এই প্রতিযোগীতার প্রতিযোগী হিসেবে প্রতিটি রাউন্ড পার করেছি অনেক স্বপ্ন নিয়ে। আর এবার সেই আমাকেই কতৃপক্ষ বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। তারা ভেবেছেন আমি হয়তো কিছু একটা করতে পেরেছি গত ১৫ বছরে। আমি সত্যিই এবারের সিজন নিয়ে ভীষণ এক্সাইটেড।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta