আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কান্নাকাটির পর অনুমতি পেলো নিদ্রা

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
কান্নাকাটির পর অনুমতি পেলো নিদ্রা
সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক:-   কিছুদিন আগে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শোবিজাঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে শোবিজ ছাড়ার ঘোষণা দেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। জানিয়েছিলেন, নির্মাতাদের কাছ থেকে অপেশাদার আচরণের শিকার হয়েছেন তিনি। যে কারণে আর শোবিজাঙ্গনে থাকতে চান না।

সেই ঘটনার পর সম্প্রতি একটি ফেসবুক লাইভ নিয়ে হাজির হন নেহা। যেখানে কাঁদতে কাঁদতে তিনি জানান, বাবার শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসকরা দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সে জন্য রওনা হয়েছিলেন। তবে কাগজপত্র ঠিক নেই দাবি করে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাদের।

গতকাল বিকেলে নেহা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সে জন্য তাদের আটকে দেওয়া হয়েছিল।

সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়।

সে সময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রবিবার) তার বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নেহা।

তিনি বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো। এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় এক দিন শুটিং করার পর সেটি থেকে বাদ পড়েন নেহা। এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ দিয়ে শোবিজে নাম লেখান নিদ্রা নেহা। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com