আজ, বৃহস্পতিবার


১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :

চিত্রনায়িকা মৌসুমী বেশ লম্বা সময় অভিনয় থেকে দূরে আছেন। তবে শুধু অভিনয়ই নয়, তিনি যে চমৎকার গানও গাইতে পারেন, এটাও সবার জানা। এবার যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

অনেক দিন ধরেই মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে সেখানে গিয়েও বসে নেই। সময় ও সুযোগ বুঝে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই নায়িকা।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে গান গাইবেন মৌসুমী।

চিত্রনায়িকা মৌসুমী
তবে মৌসুমী একাই নন, একই মঞ্চে গান গাইবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। ওই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে আছেন আনিসুর রহমান মিলন ও নোভা ফিরোজ।

গান গাওয়ার পাশাপাশি ২৭ এপ্রিল মৌসুমী একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন।

চিত্রনায়িকা মৌসুমী
এ বিষয়ে মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা, এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’

বলা প্রয়োজন, ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। ২০০৬ সাল থেকে নিয়মিত বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা।

চিত্রনায়িকা মৌসুমী
সেই ধারাবাহিকতায় ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের মঞ্চে গান গেয়েছেন মৌসুমী।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com