আজ, Saturday


১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আজ পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

রবিবার, ২৯ জুন ২০২৫
আজ পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় বাংলা প্রথম পত্রে অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে শুরু হওয়া বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেন আনিসা বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান জানান, সকাল ৯টার পর আনিসা কেন্দ্রে এসেছেন।বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসান জানান, পরীক্ষা দেওয়ার জন্য মেয়েটি সকাল সাড়ে ৯টার আগে এসেছেন, কোনো সমস্যা হয়নি। এর আগে ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি আনিসা। মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে কেন্দ্রের সামনে কান্নাকাটির দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষায় অংশ নেওয়ার দাবি উঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়। গত শনিবার ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন, রোববার থেকে আনিসা পরীক্ষায় অংশ নেবেন। প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com