আজ, Saturday


১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ২৩ জন নিহত

শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ২৩ জন নিহত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : প্রশান্ত মহাসাগরে সৃষ্ট মৌসুমী ঝড় রেমন্ডের প্রভাবে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস, নদীর পানি উপচে পড়া ও সড়ক ধসের ঘটনা ঘটেছে। মেক্সিকোতে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ৩১টিতেই তীব্র বৃষ্টি হয়েছে। খবর গার্ডিয়ান।প্রশান্ত মহাসাগরে সৃষ্ট মৌসুমী ঝড় রেমন্ডের প্রভাবে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ভারি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস, নদীর পানি উপচে পড়া ও সড়ক ধসের ঘটনা ঘটেছে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো আর উত্তর-মধ্যাঞ্চলের সান লুইস পোতোসি। হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি বাড়িঘর। পুয়েবলা রাজ্যে ৫ জন নিহত ও ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভেরাক্রুজে এক শিশু ও কেরেতারোতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। বৈঠক শেষে তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা, সড়ক পুনর্র্নিমাণ ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে। সহায়তা কার্যক্রমে ৫ হাজার ৪০০-রও বেশি সেনা সদস্য ও উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে। ২০২৫ সালে মেক্সিকোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। রাজধানী মেক্সিকো সিটি এরইমধ্যে বৃষ্টিপাতের নতুন রেকর্ড গড়েছে।এদিকে প্রশান্ত মহাসাগর উপকূলে অবস্থানরত ট্রপিক্যাল স্টর্ম রেমন্ড ভারি বৃষ্টি ঝরিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির কারণে এরইমধ্যে চিয়াপাস, গুয়েরেরো, ওআহাকা ও মিচোয়াকান প্রদেশে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এই ঝড়টি সপ্তাহান্তে বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে আঘাত হানতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১২ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com