মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার ৩ নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, র্যাব-৮ এবং মুলাদী থানা উপজেলার আড়িয়ালখাঁ, নয়াভাঙনী ও জয়ন্তী নদীতে যৌথ অভিযান চালায়। এসময় ৮ টি পাই জাল, ৬ টি মশারী জাল, ১৬ টি চরঘেরা জাল সহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, র্যাব ৮ বরিশাল, এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আজাদুর রহমান, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জালের মূল্য প্রায় ১ কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং জাটকা রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই, চটজাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta