মুলাদী প্রতিনিধি: স্মার্ট ও উন্নত মুলাদী উপজেলা গঠনে আজীবন জনগণের পাশে থাকবো বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দীন খসরু। তিনি গত বুধবার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের মাদ্রাসা বাজার, মৃধারহাট, মিয়ারহাট, গলইভাঙা, নোমরহাট ও সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরে গণসংযোগকালে একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশে মুলাদী উপজেলাকে স্মার্ট ও উন্নত করে গড়ে তুলতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করবেন তিনি। গনসংযোগকালে উপস্থিত ছিলেন, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন দিদার তালুকদার, জানে আলম মৃধা, চরকালেখান ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুল ইসলাম রুস্তুমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।