আজ, সোমবার


৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলা তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ

শনিবার, ১৬ মার্চ ২০২৪
ভোলা তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ
সংবাদটি শেয়ার করুন....
এম নয়ন, ভোলা দক্ষিণ  প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের একটি বসত ঘর হতে জেলে পুর্নবাসনের ২৪ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্র জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তার জামাতা শহিদ তাদের বসত ঘরে এসব চাল রক্ষিত ছিলো।সংবাদ পেয়ে ইউএনও শুভ দেবনাথ ও উপজেলা  মৎস্য কর্মকর্তা আমির হোসেন পুলিশসহ অভিযান চালিয়ে সরকারী সিল মোহর কৃত ২৪ বস্তায় ৭২০ কেজি চাল উদ্ধার করেন। এসময় ওই ঘরের বাসিন্দা নারী পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধারকৃত চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়। ইউএনও শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। একটি সুত্র দাবী করেছে, প্রতিবছর জেলে পুর্নবাসনের চাল বিতরনকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারনে ইউপির একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্ধকৃত চাল পরিমানে কম দেয়াসহ অসংখ্য জেলেদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা হয়। এর আগেও একাধিকবার সরকারী চাল জব্দ করা হলেও কালোবাজারী সিন্ডিকেট ধরা ছোয়ার বাইরে রয়ে যায়। সাধারণ জেলেদের দাবী, সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার।
Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com