নিজস্ব প্রতিনিধি: বরিশাল-ভোলা মহাসড়কের টুঙ্গীবাড়িয়া এলাকায় বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে গেছে। এ ঘটনা ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। (৩ মার্চ) ভোর রাতে বরিশাল জেলার সদরে টুঙ্গীবাড়িয়া বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একারণে ব্রিজের দু’পাশে পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কখন নাগাদ ব্রিজ ঠিক হবে এমন কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে।এবিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, টুঙ্গীবাড়িয়া এলাকায় হঠাৎ করে বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকও হেলপার আহত হয়। এ ঘটনায় বরিশাল-ভোলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকলের ভোগান্তির কথা চিন্তা করেই খুব দ্রুত যানবাহন চলাচল জন্য বিকল্প পথ তৈরি করা হচ্ছে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta