অপু হাসান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন ৪৯ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় লালমোহন পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই খেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান মিলন। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, লালমোহন মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেনের। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক এ কে এম মামুনুর রশিদ। এ সময় প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন সহ স্কুলের সকল সরকারি শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের উপরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।