ঢাকাবুধবার , ১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

পোস্তগোলা সেতুতে সীমিত যান চলাচল শুরু

দৈনিক গণবার্তা
জুলাই ১, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

গণবার্তা রিপোর্ট ॥ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত শেষে সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের। মঙ্গলবার ৩০ জুন রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজে যান চলাচল বন্ধ রাখেন। পাশাপাশি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. নূর-ই-আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ জুন সদরঘাটের লঞ্চ ডুবির ঘটনায় দুর্ঘটনার কাজে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পোস্তগোলায় বাংলাদেশ চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১) অসতর্কতার সঙ্গে দ্রুত বেগে সেতু অতিক্রম করার সময় ব্রিজের মাঝখানের স্প্যানের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্প্যানের গার্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যানবাহন সীমিতভাবে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রাখা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।