আজ, Wednesday


১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

উৎসবমুখরভাবে আমরা যাব এবং দলিলে সই করব, আশা প্রধান উপদেষ্টার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
উৎসবমুখরভাবে আমরা যাব এবং দলিলে সই করব, আশা প্রধান উপদেষ্টার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দলগুলোর জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আশা করছি, সব রাজনৈতিক দল আগামী ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি আরো বলেন, উৎসবমুখরভাবে শুক্রবার আমরা সেখানে যাব এবং দলিলে সই করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে সব পদক্ষেপ নেবে সরকার। রাজনৈতিক দলগুলোর জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, আশা করছি, সব রাজনৈতিক দল আগামী ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে। তিনি আরো বলেন, উৎসবমুখরভাবে শুক্রবার আমরা সেখানে যাব এবং দলিলে সই করব। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে বিএনপির সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা জুলাই সনদ সবাই স্বাক্ষর করবো। নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হবে। সমস্ত জাতিই জুলাই জাতীয় সনদের পক্ষে। তারপরও গণভোট করা যাতে চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে না পারে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা শঙ্কিত ছিলাম। জুলাই সনদের স্বাক্ষরের নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এ বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিকতা ও আলাদা ধন্যবাদের জন্য প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে বললেন। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দলগুলোর প্রতি ধন্যবাদ জানানোর জন্য প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। একইসঙ্গে উনি বলেছেন, ফ্রেব্রুয়ারিতে নির্বাচন হবেই। জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট একইদিনে হতে হবে বলে আমরা বলে আসছি। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com