স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামির বিচারকাজ শুরু করতে আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান (মিডিয়া) বণিক বার্তাকে বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামির বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে বিচারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta