নিজস্ব প্রতিবেদক:
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে নিষেধাজ্ঞা দিয়ে জারি করা সরকারি আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের অর্থ হলো- জেল কোড অনুযায়ী আত্মীয়-স্বজন ও আইনজীবীরা বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন একইসঙ্গে কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাদল শাহ’র করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী তবারক হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta