আজ, Wednesday


১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মিরপুর অগ্নিকাণ্ডে তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ব্লাস্টের

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
মিরপুর অগ্নিকাণ্ডে তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ব্লাস্টের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে একই ধরনের দুর্বিষহ অগ্নিকাণ্ড বারবার ঘটছে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটি ঘটনাটির স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানিয়েছে। ব্লাস্ট বলেছে, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে একই ধরনের অগ্নিকাণ্ড বারবার ঘটছে। সংস্থাটি এর উদাহরণ হিসেবে ২০২৪ সালের বেইলি রোড ও ২০২১ সালের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেছে। ব্লাস্টের পক্ষ থেকে ছয় দফা দাবি ও সুপারিশ তুলে ধরা হয়েছে। এগুলো হলো- নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার: অগ্নিকাণ্ডের কারণ দ্রুত ও স্বচ্ছভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন: ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারের জন্য জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। আইনি সহায়তা: ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে ব্লাস্ট জানায়, প্রয়োজনীয় সহায়তার জন্য নিকটস্থ ব্লাস্ট কার্যালয় বা হেল্পলাইন ০১৭১৫২২০২০-এ যোগাযোগ করতে। রাসায়নিক গুদামের নিরাপত্তা: বিপজ্জনক রাসায়নিকের অনিরাপদ সংরক্ষণ বন্ধ করে নিরাপত্তা বিধি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান। নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও মনিটরিং: রাসায়নিক শিল্প ও গুদামগুলোতে নিয়মিত রিস্ক অ্যাসেসমেন্ট ও প্রশিক্ষণ কর্মসূচি চালু রাখা। স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব মোকাবিলা: অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ও দূষণ থেকে জনগণ ও পরিবেশের ক্ষতি রোধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং দায়ীদের বিচার নিশ্চিত করা। ঘটনার দ্রুত তদন্ত, ক্ষতিপূরণ প্রদান ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্লাস্ট।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com