উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদে প্রশাসক দ্বারা নাগরিক সেবা বঞ্চিত হওয়ায় ইউপি সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন করেছে হারতা ইউনিয়নবাসী। ২১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় হারতা বন্দর প্রধান সড়কে এ মানববন্ধনে অংশগ্রহন করে হিন্দু-মুসলিম শত শত নারী-পুরুষ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল তালুকদার, যুবদলের সদস্য সচিব কালাম মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিরাজ ফরাজি, যুগ্ম আহ্বায়ক মোঃ নেছার মৃধা, সাবেক উপজেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,হারতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাইম খান, হারতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, হারতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রফিক গোমস্তা,সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হোসেন,যুবদল সদস্য মোঃ রিয়াজ হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ শত শত নারী-পুরুষ। বিক্ষুব্ধরা বলেন হারতা ইউনিয়ন পরিষদের প্রশাসক রীতিমত উপস্থিত না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সেবাপ্রাপ্তিরা। সপ্তাহে ১ দিন প্রশাসক উপস্থিত থাকেন।
এতে করে হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। তাই সঠিক ভাবে সেবা পাওয়ার দাবি জানিয়ে অচিরেই প্রশাসককে হারতা ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করে ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ প্রশাসনের উর্ধ্বতণ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন হারতা ইউনিয়নবাসী। দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ সেবা বঞ্চিত হলে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta