কাজিরহাট প্রতিনিধি : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের তালাবদ্ধ ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস করেছে প্রতিপক্ষের লোকজন। এমনই অভিযোগ করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার কাজিরহাট থানাধিন বিদ্যানন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, বিদ্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার ছেলে-মেয়েরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করায় তাদের বসত ঘরটি তালাবদ্ধ ছিলো। তবে মাঝে মধ্যে তারা বাড়িতে আসা যাওয়া করতো। তিনি আরও বলেন, হামলাকারীরা শনিবার ভোরে পরিকল্পিতভাবে ওই বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে উল্লাস করতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজনে ডাকচিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের মূল্যবান আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মিভূত হয়।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মতিউর রহমানের ছেলে হারুন-অর রশিদ অভিযোগ করে বলেন, পাশ্ববর্তী ইদ্রিস আলী, শিমুল, জাহিদ, মিলন গংদের সাথে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওইবিরোধের জেরধরে শনিবার ভোরে উল্লেখিতরা তাদের তালাবদ্ধ বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট করে ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন জ্বালিয়ে উল্লাস করতে থাকে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta