মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উদ্দ্যোগে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জুবায়েদা আক্তার, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জাহাঙ্গীর হোসেন, মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ, সিনিয়র মাদ্রসার সহ-সভাপতি অভি খান, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তোমরা যে ভালো ফলাফল করেছো সেখানেই সব শেষ হয়ে যায়নি, দেশ ও জাতির কল্যানে তোমাদেরকে আরও অনেকদুর যেতে হবে, শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta