গণবার্তা রিপোর্টার : বরিশাল শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বন্ধুরা মারা গেছে, এখনো কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ সঠিকভাবে কারা মারা গেছে, কারা আহত তার কোনো তালিকা নেই। আমরা ন্যায়বিচার চাই।