আজ, বুধবার


৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দীর্ঘ ১৬ বছর পর ভান্ডারিয়ায় উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেল অনুষ্ঠিত

বুধবার, ০৯ জুলাই ২০২৫
দীর্ঘ ১৬ বছর পর ভান্ডারিয়ায় উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মহিব্বুলাহ হাওলাদা:  পিরোজপুরের ভান্ডারিয়ায় দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলোমগী হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও আহ্বায়ক পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি কাজী রওনাকুল ইসলাম টিপু,বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,জেলা বিএনপি’র সদস্য শেখ হাসানুল কবির লীন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধা,জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম আজাদ জনৈক পীর সাহেবকে উদ্দেশ্য করে বলেন আপনি বলেছেন টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা আপনি তওবা করেন। জামাতকে উদ্দেশ্যে বলেন আপনারা ভুল পথ ছেড়ে দিন স্বাধীনতা যুদ্ধে আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগে আপনারা আওয়ামী লীগ ,জাতীয় পার্টি এবং বিএনপি’র সাথে ছিলেন আপনারা কোন স্বার্থে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন,আপনারা জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পিয়ার পদ্ধতির নামে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন।
সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com