ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আলোচিত নায়েব মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান 

মোঃ রিয়াজ উদ্দীন
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) এস.এম মনিরুজ্জামান তালুকদারের সীমাহীন অনিয়ম- দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল ৩১শে আগস্ট ১২টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করে এলাকাবাসী ঘুষ বাণিজ্যের আলোচিত নায়েব মনিরুজ্জামান এর দেয়া আপত্তিকর বক্তব্য লিখিত ভাবে পেশ করেন। তাছাড়া স্থানীয়, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত সংবাদপত্রের কপি, নায়েবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দীনকে হুমকি প্রদান করার সংবাদের কপির তথ্য প্রদান করে এলাকাবাসী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবেদনে উল্লেখিত স্মারকলিপিতে পেশ করা অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, খুলনা মহানগর যুবলীগের সভাপতি, খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শফিকুর রহমান পলাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও অন্যদৃষ্টি পত্রিকার নির্বাহী সম্পাদক শরীফ আহম্মদ মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সমর কুন্ডু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সহ-সভাপতি প্যারিস, সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দিলু মোল্লা, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দীন, সাংবাদিক মোঃ বেনজীর হোসেন, আল মাহমুদ প্রিন্স, হারুন আর রশিদ, আমিনুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।