ইলিয়াস হোসেন : পটুয়াখালী জেলা বাউফলে উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র । আজ রোববার (৬ জুলাই) সকাল ১২ টায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই ভূমি সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বাউফল নির্বাচন কমিশনার অফিসের সামনে ভূমি অফিসের কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব ,ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন । জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাউফলে উপজেলায় ১টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন করা । পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ, তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন। তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে। সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না। উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta