গণবার্তা রিপোর্টার: মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে। আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে নতুন সময়সীমা কার্যকর হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশ পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট নাগাদ মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল উত্তরা থেকে সর্বপ্রথম ট্রেন সকাল ৭.১০ মিনিট থেকে ছাড়বে। চলবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। তবে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাতে ছেড়ে আসবে ৮. ৪০ মিনিটে। যাতায়াতে সময় লাগবে ৩৩ মিনিট। ১০- ১২ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে স্টেশনে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta