আজ, Sunday


২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....
স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও Sofen- বাংলাদেশ সমাচার অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, সফেন গ্রুপের প্রতিষ্ঠাতা বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জমকালো এ আয়োজনটিতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম,
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মনিরুল ইসলাম তপন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মোহাম্মদ গিয়াস, সি শেল গ্রুপের চেয়ারম্যান মো. আমান উল্যা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস-এর কো-ফাউন্ডার অঞ্জন মল্লিক এফসিএ, সাবেক সংসদ সদস্য ও সিলভার লাইন গ্রুপের এমডি এম এ এইচ সেলিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী,এক্সিম ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. হায়দার আলী মিয়া, অপকার নির্বাহী পরিচালক রোটারিয়ান মো. আলমগীর পিএইচএফ, কবি ও কথাশিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কয়েক’শ সাংবাদিকসহ বিপুল সংখ্যক অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ছিল আলোচনা, স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংবাদিকতা ও সমাজ উন্নয়ন বিষয়ে আলোকপাত। বক্তারা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ সমাচার পরিবারকে ধন্যবাদ জানায় এবং এ ধারা সামনের দিনগুলোতেও ধরে রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, “সাংবাদিকেরা জাতির বিবেক। তাঁরা যদি সত্যনিষ্ঠ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে জাতি সঠিক পথেই এগোবে। “
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সংবাদপত্র একটি দেশের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশ সমাচার সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলেই আমি বিশ্বাস করি।” পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান বলেন, “দশ বছরের এই অভিযাত্রায় আমরা সর্বদা পাঠকের আস্থা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ন্যায়, সত্য ও নির্ভীক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় থাকবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে “সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মুখপত্র” স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দৈনিক বাংলাদেশ সমাচার। বর্তমানে জাতীয় মিডিয়া তালিকায় ২১তম স্থানে থাকা পত্রিকাটি ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নকারী স্বনামধন্য দৈনিক হিসেবে পরিচিতি পেয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com