কাজিরহাট প্রতিনিধি : চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক নয় মৃত্যু নয় মুক্ত জীবন চাই। মাদক ব্যবসায়ী যেখানে মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে। জুয়া মাদক ত্যাগ নেশায় আনে সর্বনাশ। এই স্লোগানকে রেখে বরিশাল জেলা কাজিরহাট থানা লতা ইউনিয়নের ৭-৮নং দুই ওয়ার্ড বাসি মিলে মাদক বিরোধী প্রতিরোধ কমিটি করা হয়েছে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি। কমিটির উদ্যোগে ২৯শে আগস্ট জুমা বাদ চর সোনাপুর গ্রামের বালুর মাঠে এক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সবাই বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ফকির, অবসরপ্রাপ্ত সৈনিক শাহ আলম হাওলাদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ জাকির হোসেন জমাদার,লতা ইউনিয় বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো:আবুল কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক বজলুর রহমান হাওলাদার, সাবেক ছাত্রদল সভাপতি বাহাউদ্দিন হাওলাদার সহ স্থানীয় মসজিদের মুসল্লিগণ উপস্থিতি ছিলেন।
সভায় বক্তব্যে একই কথা বলেন যে আমরা ২ গ্রামবাসী একত্রিত মিলে একটি কমিটি গঠন করেছি এই কমিটির কাজ হল মাদক জুয়া সহ বিভিন্ন অপরাধ মূলক ঠেকানো। এই দুই গ্রামে কোন মাদক ক্রয় বিক্রয় হও সেবন চলবে না। আমরা এক সময় সর্বহারা এই গ্রাম থেকে নির্মূল করেছি।
এছাড়া আরো বলেন যদি কেউ মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকে প্রমাণ সহকারে কমিটির নিকট জানাতে পারলে ৫০০০ টাকা পুরস্কৃত করা হবে। অপরদিকে মাদক ব্যবসায়ী সাথে যে জড়িত থাকবে তার দুটি চোখ উপড়ে ফেলা হবে এবং পা দুটো ভেঙ্গে দেওয়া হবে। এভাবে আমরা একত্রিত হয়ে মাদক নির্মল করব। সবার শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে স্লোগান মাদক সম্রাট রোমানের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও বলে মিছিলটি গ্রামের রাস্তায় প্রদক্ষিণ করে বালুর মাঠে শেষ করে সকলের মাঝে তবরক বিতরণ করে মাদক বিরোধী অনুষ্ঠান সমর্থ ঘোষণা করেন।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta